- সারাদেশ
- মিরপুর আ'লীগের ৯ নেতাকে বহিষ্কারের সুপারিশ
ইউপি নির্বাচন
মিরপুর আ'লীগের ৯ নেতাকে বহিষ্কারের সুপারিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
মিরপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় সভা করে গঠনতন্ত্রবিরোধী কাজ করায় ও দলীয় নির্দেশনা না মানায় ৯ নেতাকে বহিষ্কারের সুপারিশ করে জেলায় পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ বিষয়টি নিশ্চিত করে।
দলীয় সূত্র জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা আহ্বান করা হয়। মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনসহ দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ এর (ক) ও (ঠ) অমান্য করে ও দলের নির্দেশনা না মেনে প্রচার চালিয়ে যাওয়ায় ৯ নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।
যেসব দলীয় নেতার বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন- মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সেন্টু, সদস্য আসাদুজ্জামান সুমন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহন লাল, উপজেলা কৃষকলীগ সদস্য ইব্রাহীম খলিল ও উপজেলা কৃষকলীগের সহসভাপতি কবির বিশ্বাস।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেন, দলের নির্দেশনা না মেনে ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হওয়া ও দলের প্রার্থীর বাইরে প্রচার চালানোর কারণে ৯ নেতাকে দল থেকে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সবার সম্মতিতে ৯ জনকে বহিষ্কারের সুপারিশ করে জেলায় পাঠানো হয়েছে। জেলার নেতারা সুপারিশ করে কেন্দ্রে পাঠাবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী জানান, তারা ওই ৯ নেতাকে বহিস্কারের সুপারিশ পেয়েছেন। কেন্দ্রে পাঠানো হবে। দলীয় সভানেত্রীর নির্দেশনা না মেনে যারা প্রার্থী হয়েছেন ও প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে মিরপুরের ৯ জনকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তারা আর কখনও দলের কোনো পদে আসতে পারবে না। স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এবার কোনো সুযোগ দেওয়া হবে না।
মন্তব্য করুন