- সারাদেশ
- ৩০ বছর পর ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড
গ্রাহকের টাকা আত্মসাৎ
৩০ বছর পর ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড

গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় শাহ আলম নামে এক ব্যাংক কর্মকর্তাকে পৃথক দুটি ধারায় ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনশী আবদুল মজিদ এ রায় দেন। দণ্ডিত আসামি পলাতক রয়েছেন।
দুদক পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, বিচারক রায়ের আদেশে আসামিকে ১০ বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। আরেকটি ধারায় ৫ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তিনি পলাতক রয়েছেন।
পিপি মাহমুদুল হক জানান, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় সোনালী ব্যাংকের একটি শাখায় ম্যানেজার থাকাকালে শাহ আলম এক গ্রাহকের কৃষি ঋণের ৯০ হাজার ৫১৩ টাকা জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। এই ঘটনায় ১৯৯২ সালে মামলা হয়। তদন্তে শাহ আলমের বিরুদ্ধে সত্যতা পাওয়া যায়। পরে অধিকতর তদন্ত হওয়ার পর ১৯৯৪ সালে চার্জশিট দাখিল করে দুদক। পরে আট জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
মন্তব্য করুন