- সারাদেশ
- চট্টগ্রামে ঋণখেলাপি দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
চট্টগ্রামে ঋণখেলাপি দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে মেসার্স সাইব স্টিল রি-রোলিং মিলসের মালিক ইসরাত জাহান মনি ও গ্যারান্টার মোহাম্মদ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ জারি করেন। অর্থঋণ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ মুক্তাদির মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের ভাটিয়ারীর জাহানাবাদ কদমরসুল এলাকায় মেসার্স সাইব স্টিল রি-রোলিং মিলস অবস্থিত। দুই আসামি ইসরাত ও সিরাজউদ্দৌলা একই এলাকার বাসিন্দা। আদালত আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ স্থলবন্দর, বিমানবন্দর, নৌবন্দর ও ইমিগ্রেশনে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, অর্থঋণ আদালতে মেসার্স সাইব স্টিল রি-রোলিং মিলসের মালিক ইসরাত জাহান মনি ও গ্যারান্টার মোহাম্মদ সিরাজউদ্দৌলার ঋণখেলাপির বিরুদ্ধে আট কোটি ১৩ লাখ ৪৪ হাজার ৯৯৮ টাকার জন্য অর্থঋণ মামলা ৮০/২০১৪ দায়ের করে সিটি ব্যাংক। এ মামলায় ব্যাংক রায় পায়। অর্থঋণ মামলায় পাওয়া রায়ের টাকা আদায়ের জন্য সুদসহ ৯ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ১৩৮ টাকার অর্থঋণ জারি মামলা করে। এই মামলায় আসামিপক্ষ দীর্ঘদিন যাবৎ নানা সমস্যার কথা বলে অনেকবার সময়ের আবেদন করে। ৫ অক্টোবর ব্যাংকের পক্ষ থেকে শুনানি শেষে আসামিপক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মন্তব্য করুন