- সারাদেশ
- কুমিল্লার আ'লীগ নেতা আফজল খান আইসিইউতে
কুমিল্লার আ'লীগ নেতা আফজল খান আইসিইউতে
-Pic,-dt-samakal-617ac5235a631.jpg)
অধ্যক্ষ আফজল খান
কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটের অবস্থা সংকটাপন্ন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে একটি বিশেষায়িত হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আফজল খানের মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা বৃহস্পতিবার রাতে জানান, আফজল খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এরই মধ্যে বুধবার তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শরীরে সোডিয়ামের মাত্রা কমে যায়। এ অবস্থায় এদিন সন্ধ্যায় তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় তাকে হেলিকপ্টারে ঢাকা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন