- সারাদেশ
- কয়রায় একই পরিবারের তিন খুনে গ্রেপ্তার ৩
কয়রায় একই পরিবারের তিন খুনে গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি
খুলনার কয়রা উপজেলায় বাবা-মা ও মেয়ে হত্যা মামলায় এক নারীসহ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার পর ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। এর মধ্যে তিনজনকে বুধবার বিকেলে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বামিয়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে জিয়াউর, আবদুল কুদ্দুসের স্ত্রী রাজিয়া সুলতানা ও ভাগবা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আবদুল খালেক সরদার।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার এসআই মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, হত্যার প্রকৃত রহস্য শিগগিরই উদ্ঘাটন করা যাবে বলে আশা করছি।
এদিকে, এ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল সকালে ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার সামনে মানববন্ধন করেছেন নিহত মাদ্রাসাছাত্রী হাবিবা সুলতানা টুনির শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার টুনি ও তার বাবা-মাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মন্তব্য করুন