ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনে বিকল মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে। একটি রিলিফ ইঞ্জিন রাত ১০টা ৫০ মিনিটে বগিসহ মালবাহী ট্রেনটিকে টেনে নিয়ে যায়। এরপর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কসবা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার জসীম উদ্দিন সমকালকে এই তথ্য জানিয়েছেন।  

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকাগামী ৬০১ একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।  

জসীম উদ্দিন জানান, মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস আখাউড়া জংশনে আটকা পড়ে। অন্যদিকে ঢাকাগামী ৭০৩ মহানগর এক্সপ্রেস ট্রেনটি মন্দবাগ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

তিনি বলেন, রিলিফ ইঞ্জিন এসে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হলে পুনরায় আখাউড়া থেকে আরও একটি ইঞ্জিন এসে উদ্ধারের চেষ্টা চালায়।  


বিষয় : কসবা রেল স্টেশন মালবাহী ট্রেন বিকল

মন্তব্য করুন