- সারাদেশ
- সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই রোহিঙ্গার মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের টেকনাফে সেপটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। রোববার সকালে এনজিও সংস্থার অধীনে উখিয়া ক্যাম্প-৮ এর সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাদ্দাম(২৫)নুরুল আমিন(২৭)।
এসব তথ্য স্বীকার করে ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, এনজিও সংস্থার অধীনে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাস্পের-২৩ ব্লকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। দীর্ঘ সময় পার হলেও তারা সেখান থেকে না ওঠায় সবার সন্দেহ হয়। পরে লোকজনের সহতায় ওই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার করতে গিয়ে আরও একজন আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।'
মন্তব্য করুন