- সারাদেশ
- ১৫টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১
১৫টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১

রোববার ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫টি গরু উদ্ধার করা হয়েছে। ছবি: সমকাল
ডুমুরিয়ায় ১৫টি চোরাই গরুসহ রুবেল গাজী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসারের নেতৃত্বে উপজেলার সাজিয়াড়া গ্রামে এক অভিযান পরিচালনা করা হয়।
ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে কৃষক ও খামারিদের বাড়ি থেকে প্রায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানায় বিভিন্ন সময় থানায় পাঁচটি মামলা হয়েছে।
রোববার ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫টি গরু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে খলশি গ্রামের মৃত হালিম গাজীর ছেলে রুবেল গাজীর বাড়ি থেকে ২টি, হায়দার মোল্লার ছেলে সাঈদ মোল্লার কাছ থেকে ২টি, সামছুর শেখের ছেলে মনি শেখের বাড়ি থেকে ৫টি, সাজিয়াড়া গ্রামের ইয়াকুব আলী গাজীর ছেলে ইউছুব গাজীর বাড়ি থেকে ৪টি এবং ইনছার শেখের ছেলে ফারুক শেখের বাড়ি থেকে ২টি গরু উদ্ধার করা হয়েছে। তবে রুবেল গাজী বাদে সবাই পালিয়ে গেছে।
ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, আন্তঃজেলা চোরের একটি দল বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে বিভিন্ন এলাকায় মজুদ রেখে তাদের এজেন্টের মাধ্যমে বিক্রি করে।
মন্তব্য করুন