- সারাদেশ
- পীরগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও একজন
পীরগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও একজন

পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় সোনা মিয়া (৪৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ঘ্যাগারতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পীরগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে ছাগল লুটের অভিযোগ রয়েছে।
এ নিয়ে ধর্ম অবমাননা ও সহিংসতার ঘটনায় করা চার মামলায় গ্রেপ্তার হলো ৭১ জন। রোববার বিকেলে সোনা মিয়াকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক ফজলে এলাহী খান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য জানান পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহিদুল ইসলাম।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, সোনা মিয়া তার পাঁচ সহযোগীসহ সহিংসতার সময় ছাগল লুট করেছিল। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। তাকে সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন