বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় পুলিশ হেফাজতে
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১৬:৪৯ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১৬:৫০
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নিহতের ঘটনায় পতাকা বৈঠক হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোকনপুর সীমান্তের ২২৩ নম্বর মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিহত রাখালের মরদেহ মালদা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানায় বিএসএফ।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬, বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫৯, বিএসএফের আরকে ওয়াদা বিওপি কমান্ড্যান্ট অশোক কুমার।
বৈঠক শেষে কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড ও মরদেহ ফেরতের বিষয়ে কথা হয়েছে। আইনগত বাধ্যবাধকতার কারণে মরদেহ ফেরতে বিলম্ব হচ্ছে। মরদেহ ভারতীয় পুলিশ হেফাজতে রয়েছে। তবে ওই রাখালের মৃত্যু কীভাবে হয়েছে এর ব্যাখ্যা দেননি রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার।
উল্লেখ্য, গত শনিবার রাতে সীমান্তে রোজিম (৩৫) নামে এক বাংলাদেশি রাখাল বিএসএফের গুলিতে মারা যান।