বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
জহিরুল ইসলাম মামুন। ছবি-সংগৃহীত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ২৩:০৪
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ইছাপুরা গ্রামের চৌরাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের চৌকিদার আবদুর রহিম জানান, মামুন হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এ সময় তাঁকে আক্রমন করে। দৌড়ে তিনি সড়কের পাশে বাগানে ঢুকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। বেশ কয়েকটি কোপ তাঁর মাথায় লেগেছে।
বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, মামুন মেম্বার খুন হয়েছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।