- সারাদেশ
- পারিবারিক কলহে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
পারিবারিক কলহে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আবুল হাসেম (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার সকালে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান হাসেম। তা দেখে তাদের বড় ছেলে মামুন মিয়া (২২) কলহ থামাতে চেষ্টা করেন। কিন্তু না থামায় রাগে একটি লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে বসেন মামুন।
গুরুতর আহত অবস্থায় হাসেমকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টার দিকে তিনি মারা যান।
পুলিশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। হাসেমের বাড়ি ফুলপুর উপজেলার মাটিচাপুর গ্রামে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে।
মন্তব্য করুন