ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করায় এক এইচএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। 

উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের রুহুল আমিনের ছেলে শহীদুল ইসলাম জীবন (১৯) স্থানীয় ফুলপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকে পড়তেন। আসন্ন এইচএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিলো।

জানা গেছে, জীবনের সঙ্গে তার সহপাঠী উপজেলার একটি গ্রামের বাসিন্দার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু দীর্ঘদিনের ওই প্রেমিকা সম্প্রতি হঠাৎ জীবনকে প্রত্যাখ্যান শুরু করে। বিচ্ছেদের বেদনায় সোমবার বিকেলে নিজ বাড়িতে বিষপান করেন জীবন।

বিষপানের পর জীবনকে উদ্ধার করে প্রথমে ফুলপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার মধ্যরাতে মারা যান তিনি।

ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।