- সারাদেশ
- নারায়ণগঞ্জে বিতর্কিত জাপা নেতা আল জয়নাল গ্রেপ্তার
জমি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে বিতর্কিত জাপা নেতা আল জয়নাল গ্রেপ্তার

আল জয়নাল
নারায়ণগঞ্জে জমি দখলের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) বিতর্কিত নেতা আল জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার শহরের টানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের জমি সংক্রান্ত বিষয়ে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবে বর্তমানে জাতীয় পার্টিতে তিনি কোনো পদে নেই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, আদালতের একটি মামলায় থাকা পরোয়ানায় আল জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। জয়নালের বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের ১১ এপ্রিল সকালে হাসান ফেরদৌস জুয়েল নিজের বাড়ির দেয়াল মেরামত করতে গেলে তাতে বাধা দেন তিনি। জুয়েলের জমির পাশের জায়গাও তিনি জোর করে দখল করেছেন।
এ ছাড়াও জয়নালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের জমি দখলের প্রতিবাদে জয়নাল বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা।
ফতুল্লায় কাতার প্রবাসীর স্ত্রী সুরাইয়া বেগমের জমি দখলের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। একটি চাঁদাবাজি মামলায় কারাভোগও করেন জয়নাল। তার বিরুদ্ধে সদর মডেল থানার একজন এএসআইকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছিল।
মন্তব্য করুন