- সারাদেশ
- নদীগর্ভে ঘরবাড়ি, নৌকায় সন্তান জন্ম দিলেন মিনারা
নদীগর্ভে ঘরবাড়ি, নৌকায় সন্তান জন্ম দিলেন মিনারা

ঘরবাড়ি হারিয়ে নৌকায় সন্তান জন্ম দিলেন মিনারা। ছবি: সমকাল
বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। পরিবারের সাত সদস্য নিয়ে ১৫ দিন ধরে বাস করছেন মাছ ধরার নৌকায়। সেখানেই সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি মিনারা বেগম। ঘটনাটি ঘটে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগর পদ্মপুকুর এলাকায়।
এ বিষয়ে মিনারার স্বামী ইয়াকুব আলী বলেন, 'আমি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বন্যতলা এলাকার বাঁধ ভেঙে ঘরবাড়ি সব নদীতে বিলীন হয়ে গেছে। তারপর থেকে সাত সদস্যের পরিবার নিয়ে মাছ ধরা নৌকাটির উপর বসবাস করছি। আমার স্ত্রী মিনারা খাতুন গর্ভবতী ছিল। যাতায়াত ব্যবস্থা না থাকায় কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। তাছাড়া কোথাও কোন আশ্রয় না থাকায় নৌকায়ই ব্যবস্থা করতে হয়েছে মিনারার জন্য। বুধবার রাতে ছেলে সন্তানের জন্ম হয়েছে। মা-ছেলে দুইজনই সুস্থ রয়েছে।'
তিনি আরো বলেন, 'অনেকের অন্য কোথাও যাওয়ার জায়গা রয়েছে। আমাদের কোথাও যাওয়ার মতো জায়গাও নেই।'
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন,'নৌকার ওপর সন্তানের জন্ম হয়েছে। ভাবুন মানুষ কতটা কষ্টে রয়েছে। বন্যতলা বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত। বাড়িঘর হারিয়েছে অনেকে। অনেকে চলে গেছেন এই গ্রাম ছেড়ে। আবার অনেকে বাধ্য হয়ে বাস করছেন নৌকায়।'
মন্তব্য করুন