- সারাদেশ
- আকিব উঠে বসছেন, করছেন হাঁটাহাঁটিও
আকিব উঠে বসছেন, করছেন হাঁটাহাঁটিও

মাথায় গুরুতর আঘাত নিয়ে চমেক হাসপাতালে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব, ছবি: সংগৃহীত
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্র মাহাদি জে আকিবের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি এখন উঠে বসছেন। হাঁটাহাঁটি করছেন। কথাও বলছেন। তবে গত বুধবার রাতে তার জ্বর এসেছিল। জ্বরের কারণ নির্ণয় করতে বৃহস্পতিবার তাকে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
তিনি এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। কারণ অন্য ওয়ার্ডে রাখা হলে লোকজনের ভিড় বাড়বে। তাতে সংক্রমণের ঝুঁকি থাকবে।
চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী বলেন, এরমধ্যে সে উঠে বসছে। হাঁটাহাঁটি করছে। দিন দিন তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে পুরোপুরি ঝুঁকিমুক্ত হতে একটু সময় লাগবে। কারণ মাথায় গুরতর আঘাত লেগেছে।
নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল কাদের বলেন, বুধবার রাতে যেহেতু জ্বর এসেছে, তাই নতুন করে কোনো সংক্রমণ হল কি-না, তা খতিয়ে দেখতে সব পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
গত শনিবার চমেকের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের এক পক্ষের হামলায় মাথায় গুরুতর আঘাত পান আকিব। আকিবের পুরো মাথায় ব্যান্ডেজ লাগানো হয়। এতে চিকিৎসক লিখে রাখেন, ‘হাড় নেই, চাপ দেবেন না।’ যা দেখে দেশের মানুষের মনে নাড়া দেয়। আকিব চমেকের এমবিবিএস ৬২তম ব্যাচের শিক্ষার্থী।
চমেক হাসপাতালে ছাত্রলীগের দুটি পক্ষ রয়েছে। একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে জানা যায়। অন্যটি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে পরিচিত। সম্প্রতি উভয়পক্ষের মধ্যে মারামারি ও হামলার ঘটনা ঘটে। এতে আকিবসহ তিনজন আহত হন। মারামারি ও হামলার ঘটনায় এ পর্যন্ত তিনটি পাল্টাপাল্টি মামলা হয়েছে।
মন্তব্য করুন