নেপাল থেকে শিশু সন্তানকে নিয়ে ভারত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন নেপালের নাগরিক জয়া বাহাদুর কামি (৪০)। শনিবার আবারও ১০ বছরের ছেলে শাহ বাহাদুরকে নিয়ে অবৈধভাবে ভারতে ফিরে যেতে চেয়েছিলেন। তবে সীমান্ত অতিক্রম করার আগেই সিলেটে পুলিশের হাতে আটক হয়েছেন তারা। 

গত শুক্রবার রাতে সন্দেহজনক চলাফেরা দেখে '৯৯৯'-এ ফোন পেয়ে পুলিশ নগরীর আম্বরখানা এলাকার ডিঙ্গি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় পায়ে আঘাত পাওয়ায় জয়া বাহাদুর ও তার ছেলে শানকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বুধবার সুনামগঞ্জ জেলার তাহিরপুরের বড়ছড়া সীমান্ত দিয়ে তারা কাজের সন্ধানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। জয়া বাহাদুর নেপালের ভোজপুর জেলার আমচক এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা সরকারি '৯৯৯'-এ কল করেন। এরপর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়া বাহাদুর ও তার ছেলে শানকে আটক করে। আম্বরখানার ওই এলাকা বিমানবন্দর থানার অধীন হওয়ায় দু'জনকে হস্তান্তর করে কোতোয়ালি থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু'জন পুলিশকে জানান, অজ্ঞাতপরিচয় ভারতের নাগরিকের সহায়তায় তারা সুনামগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

শনিবার সিলেটের তামাবিল সীমান্ত হয়ে তারা ভারতের আসাম রাজ্যের গোহাটি যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।