গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পোশাক কারখানার এক কর্মকর্তা আহত হয়েছেন।

উপজেলার বকুলতলা এলাকায় শনিবার রাতের এ ঘটনায় আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

আহত নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫) ওই এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শিকারপুর এলাকায়। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, কারখানা থেকে রাত ১১টার দিকে বাসায় ফেরার পথে বকুলতলা এলাকায় পৌঁছালে  কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পেটে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর মাওনা এলাকায় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।