সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে এই হামলা হয়।

উপজেলার নলকা ইউনিয়নের এই প্রার্থী সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। তার নাম আবুহেনা মোহাম্মাদ মোস্তফা কামাল রিপন।
১০ থেকে ১৫টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়। তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে।

জানা গেছে, এ ঘটনায় ওই নির্বাচনী অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের ছবিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।

হামলার জন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেন ছানা ও তার সহযোগীদের দায়ী করেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুহেনা মোহাম্মাদ মোস্তফা কামাল রিপন। 

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল ও থানার ভারপ্রাপ্ত অফিসারকে মোবাইল ফোনে অভিযোগ করেছি। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেন ছানা বলেন, নির্বাচনের শুরু থেকেই সরকার দলীয় প্রার্থী এবং তার নেতা-কর্মী সমর্থকরা আমার নেতা কর্মীদের মাঠে নামতে দিচ্ছে না। আমার প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা ও মাইক ভাঙচুর সহ নেতাকর্মীদের হুমকি ধামকি দিয়ে আসছে।

রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে মোবাইল ফোনে ঘটনাটি জানিয়েছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে থানার ওসিকে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দেব।