- সারাদেশ
- স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ঘরে আগুন লাগানোর অভিযোগ
সীতাকুণ্ডে ইউপি নির্বাচন
স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ঘরে আগুন লাগানোর অভিযোগ

মোহাম্মদ কামরুল হাসানের পুড়ে যাওয়া ঘর- সমকাল
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী মোহাম্মদ কামরুল হাসানের ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শনিবার রাত ১টার সময় উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আরিফুল আলম রাজু আনারস প্রতীকে নির্বাচন করছেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এই ইউনিয়নে আওয়ামী লীগের শওকত আলী জাহাঙ্গীর নৌকা প্রতীকে নির্বাচন করছেন।
কামরুল হাসান বলেন, তিনি আনারস প্রতীকের প্রচারণায় ছিলেন। শনিবার রাতে আমজাদ হোসেনসহ কয়েকজন তার বাড়িতে এসে ঘরে আগুন লাগিয়ে ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোববার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তবে অভিযুক্ত আমজাদ হোসেন বলেন, 'এটি সাজানো নাটক। নৌকার বিজয় নিশ্চিত বুঝে স্বতন্ত্র প্রার্থীর লোকজন মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।'
মন্তব্য করুন