ফাটল সন্দেহে বন্ধ রাখা চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের সেই এমএ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী র‌্যাম্পটি গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ১৩ দিন বন্ধ থাকার পর রোববার সন্ধ্যায় র‌্যাম্পটির মুখ থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়া হয়।

এরপর হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে ভারী যানবাহন চলাচল আটকাতে র‌্যাম্পে ওঠার মুখে উচ্চতা প্রতিরোধক লোহার বার লাগানো হয়েছে।

এর আগে পিলারে ফাটল সন্দেহে গত ২৫ অক্টোবর র‌্যাম্পটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দল ও চট্টগ্রাম সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি জানায়, পিলারে কোনো ফাটল নেই।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, নিরপেক্ষ তদন্ত কমিটি প্রতিবেদনে তিনটি সুপারিশ করেছিল। সুপারিশগুলো বাস্তবায়নের পর র‌্যাম্পটি হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।

গত ২৫ অক্টোবর র‌্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে- এমন একটি ছবি ফেসবুকে ছড়ালে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ওইদিন রাত থেকেই র‌্যাম্পিতে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।