- সারাদেশ
- পিরোজপুরে মিছিলে যুবলীগ নেতা গুলিবিদ্ধ, সংঘর্ষে আহত ৮
ইউপি নির্বাচন
পিরোজপুরে মিছিলে যুবলীগ নেতা গুলিবিদ্ধ, সংঘর্ষে আহত ৮

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকদের মধ্যে আরও ৭-৮জন আহত হয়েছেন বলে পুলিশ ও এলাকাবাসীরা জানান।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সমকালকে জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকরা মিছিল বের করলে সেখানে এ সংঘর্ষ বাঁধে। গুলিবিদ্ধ ফয়সাল মাহাবুব শুভ ও হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লা আজাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি থমথমে।
রোববার রাত ১০টার দিকে পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় আহত আরও ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এরা হলেন- মনির মাতুব্বর (৫৫), বায়েজিদ হোসেন মাতুব্বর (২৪), জাহাঙ্গীর মাতুব্বর (৫২) ও মফিজুল হোসেন মাতুব্বর (৫৫)। এরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থক বলে জানা গেছে।
পিরোজপুরের একজন পুলিশ কর্মকর্তা সমকালকে জানান, হামলার ঘটনার পরে রোববার রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষের আহত ৬ জন আবারও হামলার শিকার হওয়ার ভয়ে পিরোজপুর জেলা হাসপাতালে না গিয়ে চিকিৎসার জন্য জেলার নাজিরপুর উপজেলা হাসপাতালে যান। তাদের চারজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন