খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিএনপি নির্বাচনে না এসে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসে না। তাই তাদেরই আগে গণতন্ত্র হত্যার দায়ে বিচার করতে হবে। কারণ, তারা নিজেরাই গণতন্ত্রকে বিশ্বাস করে না।’

রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার হয়ে কাজ করতে হবে। নৌকার কোনো বিকল্প নেই। যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন, তাহলে আপনারা দলীয় নেতাকর্মীরা দলীয় অবস্থান থেকে তাকে উচিত শিক্ষা দেবেন।’ 

খাদ্যমন্ত্রী বলেন, ‘নৌকা প্রতীক দেওয়ার ক্ষমতা আমার নেই। একমাত্র বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই তা দিতে পারেন। আমরা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করি। তার আদর্শ লালন করি। তাই দলীয় শৃঙ্খলা যাতে নষ্ট না হয়, সবাইকে সেদিকে দৃষ্টি দিতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন মিলন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঈশ্বর চন্দ্র বর্মণ, খালেকুজ্জামান তোতা, জাহিদ হাসান বিপ্লব, সুরঞ্জন বিজয়পুরী, মোকসেদ আলী, ওবাইদুল হক, বজলুর রহমান নঈম, তহিদুল ইসলাম, সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম, নারায়ণ চন্দ্র প্রামাণিক, যুবলীগ নেতা মোতালেব হোসেন বাবর ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহ্বায়ক হুমায়ন কবির।