- সারাদেশ
- আদালতে বাবা হত্যার স্বীকারোক্তি ছেলের
আদালতে বাবা হত্যার স্বীকারোক্তি ছেলের

ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছেলে মামুন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার বিকেলে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে সমকালকে জানান ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
ওসি মামুন জানান,ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের ছমেদ আলীর ছেলে আবুল হাসেম (৪৬)। হাসেমের ছেলে মামুনের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এ নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল মামুনের। পারিবারিক কলহের জেরে বাবার মাথায় আঘাত করেন মামুন। গুরতর অবস্থায় হাসেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ২টার দিকে মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শহীদ মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদের নেতৃত্বে একদল পুলিশ মামুনকে রোববার সকাল ৭টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে বিকেলে তাকে আদালতে তোলা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আদালতে মামুন নিজের স্বীকারোক্তিতে জানিয়েছে, পারিবারিক কলহের জেরে বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে সে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
মন্তব্য করুন