বাবার কাছে দুই মেয়ের বায়না ছিল চকলেটের। কিন্তু বাবা আসার আগেই তাদের জীবনে নেমে এলো অন্ধকার। বালতির পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার জমজ দুই বোন সারা (৩) ও সাবার (৩)।

স্থানীয়রা জানায়, রোববার সকালে বাড়িতে কেউ ছিল না। বাসার বাথরুমে পানিভর্তি বালতিতে পড়ে ছিল সারা-সাবা। শিশু দুটির মা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সন্তানের শোকে কাতর বাবা এমদাদ হোসেন জানান, পুলিশে চাকরি করার কারণে তিনি ঢাকায় থাকেন। অবসর পেলেই ভিডিও কলে মেয়েদের সঙ্গে কথা বলতেন। শেষবার মেয়েরা চকলেটের বায়না করেছিল। এখন আর কেউ বায়না ধরবে না বলেই হাউমাউ করে কেঁদে ফেলেন এমদাদ।

দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেউ আসছেন সান্ত্বনা দিতে, কেউ আসছেন ঘটনা জানতে। পাড়া-প্রতিবেশী সবার খুব আদরের ছিল দুই বোন। তাই এই মৃত্যুর শোক ছুঁয়ে গেছে আশপাশের সবাইকে।

প্রতিবেশী মারুফ মণ্ডল জানান, শিশু দুটি তার বন্ধুর মেয়ে। তাদের মৃত্যুতে তিনি খুবই মর্মাহত।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।