ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৮৫) ও রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সোহরাব আলী, ত্রিশালের আ. কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) ও বাঘাদারিয়া গ্রামের আজহারুলের স্ত্রী মিনা (৪৫)। 

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক আব্দুস সাত্তার ও অটোরিকশা যাত্রী কলিমউদ্দিন। এসময় আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনজনের মৃত্যু হয়।