পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা, ঘাটের সমস্যা ও ঘাটের বেসিনে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত ৩ কিলোমিটারসহ মোট ১১কিলোমিটার রাস্তায় যানজট ছড়িয়ে পড়ে। পারাপারের অপেক্ষায় ছিল প্রায় ১২০০ ট্রাক। ফেরি পার হতে না পেরে দিনের পর দিন যানজটে আটকে থাকতে হচ্ছে পণ্যবাহী এসব ট্রাককে।

জানা গেছে, এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহ ডুবে যাওয়ায় ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে খানজাহান আলী, ভাষা শহীদ বরকত ও কেমামত আলীসহ ৫টি রো রো বড় ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতের জন্য নারায়নগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বর্তমানে ১২-১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঘাট এলাকায় গত প্রায় দুই সপ্তাহ ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা, নদীতে দ্রুত পানি হ্রাস পাওয়ায় ঘাটের বেসিনে নাব্যতা সংকট, পাটুরিয়ায় ৫টি ঘাটের মধ্যে ৫নম্বর ঘাট ফেরি ডোবার পর থেকে বন্ধ রয়েছে। ২নম্বর ঘাটও লঞ্চের কারণেও প্রায় দেড় সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ফলে পাটুরিয়ায় তিনটি ঘাট দিয়ে ফেরিতে যানবাহন লোড আনলোড করতে সমস্যা হওয়ায় ঘাট এলাকায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে।

এদিকে পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ৩-৪দিন করে ঘাটেই পড়ে থাকতে হচ্ছে। মতিঝিল থেকে ছেড়ে আসা বরিশাল গামী ট্রাক চালক ফরিদ হোসে জানান, তিনি গত সোমবার বিকেল ৩টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। বুধবার সকাল ৯টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি ।

সাভার থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক আমেজ পরদান জানান, গত রোববার রাত ২টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত বুধবার ৯টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি।

আরিচা অফিসের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোশেন (বিআইডব্লিউটিসির) নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, এ নৌ-রুটে চলাচলরত বেশির ভাগ ফেরি দীর্ঘ দিনের পুরানো। এ ফেরি গুলো প্রতিদিনই কম বেশি মেরামত করতে হয়। ছয়টি ফেরি মেরামতে থাকায় এ নৌ-রুটে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। এ কারণে ঘাট এলাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে ফেরি স্বল্পতা, ঘাটের বেসিনে নাব্যতা সংকটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।  অন্যদিকে বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণেও যানবাহনের চাপ বেড়ে গেছে। ফলে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করা হচ্ছে। এ কারণে অপেক্ষায় থাকতে হচ্ছে ট্রাকচালকদের।