ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকার পক্ষে কাজ করায় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও সদ্য বহিষ্কৃত উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ আব্দুল আহাদের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অরুণ। দলীয় নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় সম্প্রতি কৃষক লীগ থেকে বহিষ্কার করা হয় আব্দুল আহাদকে।

লিখিত অভিযোগে বলা হয়, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পুতুল রাণীর পক্ষে কাজ করছেন একই ইউনিয়নের নাসিরপুর গ্রামের বাসিন্দা অরুণ জ্যোতি ভট্টাচার্য। এতে ক্ষিপ্ত হয়ে 'বিদ্রোহী' প্রার্থী আনারস প্রতীকের শেখ আব্দুল আহাদ গত ৬ নভেম্বর সদর ইউনিয়নের নাসিরপুর বাজারে স্থানীয় জনগণের সামনে অরুণকে হুমকি দেন এবং নির্বাচনের পর শ্মশানে যাওয়ার জন্য লাকড়ি নিয়ে প্রস্তুত থাকতে বলেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অব্যাহত হুমকির মুখে অরুণ এখন আতঙ্কের মধ্যে আছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনিসহ তার পরিবার। গত ইউপি নির্বাচনেও অরুণ জ্যোতি ভট্টাচার্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময়ও শেখ আব্দুল আহাদের লোকজন তার ওপর হামলা করেছিল। 

এদিক অভিযোগ অস্বীকার করে শেখ আব্দুল আহাদ সমকালকে বলেন, 'আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমার বিজয় নিশ্চিত জেনেই মিথ্যা অভিযোগ দিয়ে ভোট চুরির পায়তারা করছে। অরুণ দুইদিন আগে নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসভায় সকলের সামনে ঘোষণা করেন চেয়ারম্যানের ভোট প্রকাশ্যে টেবিলে দিতে হবে। না হলে ভোটের পর খবর আছে। অরুণের কারণে আমার ভোটাররা শঙ্কায় আছে। তাই আমিও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।'

এ ব্যাপারে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা সরকার বলেন, 'অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'