- সারাদেশ
- সেপটিক ট্যাংকে পড়ে গৃহবধূর মৃত্যু
সেপটিক ট্যাংকে পড়ে গৃহবধূর মৃত্যু

সেফটি ট্যাংকে পড়ে গাইবান্ধা পৌরসভার কুঠিপাড়া এলাকায় বুধবার সাবরিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের স্বামী আব্দুর রাজ্জাক জানান, সকালে সাবরিনা বেগম ময়লা ফেলতে বাড়ির বাইরে যান। এ সময় বাড়ির আঙিনায় থাকা সেফটি ট্যাংকের স্টস্নাব ধ্বসে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি ট্যাংকের ভেতরে পড়ে ডুবে যান। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের কর্মীরা এসে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম গৃহবধূ সাবরিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন