বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিন্টু কুমার সেনের নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

 বুধবার ভোরে ইউনিয়নের বৈল্লারচর বাজারে নৌকার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগুন দেওয়ার জন্য প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজনকে দায়ী করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিন্টু কুমার সেন।

তবে অভিযোগ অস্বীকার করে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল বলেন, নৌকার কার্যালয়ে আগুনের ঘটনায় তিনি বা তার কর্মী-সমর্থকরা কোনোভাবেই জড়িত না। জনগণের সহানুভূতি আদায় ও নির্বাচনে ভোট ডাকাতির লক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ তার লোকজন এমন একটি নাটক সাজিয়েছেন। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচন উপলক্ষে লামা সদর ইউনিয়নের বৈল্লারচর বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় তৈরি করে প্রার্থীর কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে বুধবার ভোর ৪টার দিকে কে বা কারা নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অফিসে থাকা লিফলেট, পোস্টার, চেয়ার, খাট, টেবিল, দলীয় কাগজপত্র, হ্যান্ড মাইকসহ বিভিন্ন জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

লামা ইউপি নির্বাচনের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মিন্টু কুমার সেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ভোর ৪টার দিকে অফিস পোড়ানোর খবর পেয়ে থানা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জানান। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।