নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনিরা বলেছিল 'অল ফিনিশ'। তারা এ বাক্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিল দেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু তারা সেদিন সফল হয়নি। জিয়াউর রহমান সংবিধানকে কাটাছেড়া করে খুনিদের বাঁচানোর চেষ্টা করেছেন।

বুধবার দুপুরে রংপুর টাউন হলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জিয়া ‌অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করেছিলেন, খুনিদের রাজনীতিতে এনেছিলেন, খালেদা জিয়া তাদের সংসদে পাশে বসিয়েছিলেন। জিয়া, এরশাদ, খালেদা জিয়া বঙ্গবন্ধুকে ঢেকে দিতে চেয়েছিলেন। কিন্তু তারা পারেননি।

তিনি বলেন, জিয়াউর রহমান সাড়ে চার বছর দায়িত্ব পালনের সময় বঙ্গবন্ধুর পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করতে পারেননি। তিনি রাষ্ট্র ও রাষ্ট্রের অর্থকে ব্যবহার করে বঙ্গবন্ধুর পরিবারের ওপর কালিমা লেপনের চেষ্টা করেছিলেন।তিনি বহুমাত্রিক প্রতিভাবান শেখ কামালকে খলনায়ক বানিয়ে খুনি রশিদ-ফারুককে বীরের মর্যাদা দেওয়ার চেষ্টা করেছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৫ আগস্ট রাতে শেখ রাসেল মায়ের কাছে যেতে চাইলে ঘাতকরা তাকে তার মায়ের মরদেহের কাছে নিয়ে গুলি করে হত্যা করে। ওই রাতের সর্বশেষ শহীদ ছিলেন শেখ রাসেল।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে যাবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব কেএম শহীদ উল্ল্যা। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুরের সংগঠক কণ্ঠশিল্পী অন্তর রহমান, সাইফুল ইসলাম সুইট প্রমুখ।