- সারাদেশ
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা
কাস্টমস কর্মকর্তাদের হয়রানির অভিযোগ
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

ছবি: ফাইল
কাস্টমস কর্মকর্তাদের হয়রানির অভিযোগে সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল থেকে দেড় শতাধিক কারখানায় এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। ফলে কারখানাগুলোতে কর্মরত প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
কারখানা বন্ধ হওয়ায় তার প্রভাব পড়েছে রডের বাজারেও। এরই মধ্যে স্থানীয় বাজারে প্রতি টনে ৫ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা এবং দ্রুত কারখানাগুলো চালু না হলে এই দাম আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। দেশে রড তৈরির কাঁচামালের একটি বড় জোগান আসে জাহাজের লোহার প্লেটগুলো থেকে। সীতাকুণ্ড উপকূলে দেড় শতাধিক কারখানার মধ্যে বর্তমানে জাহাজ ভাঙার কাজ চলছে ৬০-৭০টিতে।
জানা যায়, গত মঙ্গলবার জাহাজ ভাঙার চারটি কারখানায় হঠাৎ অভিযান চালায় চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের তিনটি দল। দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কারখানাগুলোর প্রধান কার্যালয় ও কারখানা কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে কারখানাগুলোর নথিপত্র ও কম্পিউটার জব্দ করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ভ্যাট কার্যালয়ে নেওয়া হয়।\হঅভিযান চালানো কারখানাগুলো হলো ভাটিয়ারী স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপ-রিসাইক্লিং ইয়ার্ড এবং এসএন করপোরেশন। অভিযানের সময়ে কাস্টমস কর্মকর্তারা নজিরবিহীন হেনস্তাও করেছেন বলে অভিযোগ করেছেন মালিকরা।
জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন আহমেদ অভিযোগ করেন, কাস্টমসের ওই তিনটি দল কারখানাগুলোতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। অভিযানের আগে তারা কোনো নোটিশও দেয়নি। আরেক ভাইস প্রেসিডেন্ট এস এম আল মামুন বলেন, জাহাজভাঙা কারখানাগুলো নির্ধারিত ভ্যাট অগ্রিম পরিশোধ করে। এ কারণে আমাদের ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগই নেই।
কারখানা মালিকরা আরও বলেছেন, জাহাজ ভাঙার পর জাহাজের বিভিন্ন অংশের ওপর ভ্যাট ধরতে চাইছেন কর্মকর্তারা। যদিও এর আগে কখনও তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
চট্টগ্রাম কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার হাসান মুহম্মদ তারেক রিকাবদার বুধবার সকালে সমকালকে বলেন, ওই কারখানাগুলো ভ্যাট ফাঁকি দিচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। কাগজ যাচাই-বাছাই করে দেখার জন্য নথি জব্দ করা হয়েছে। যত কাগজপত্র নেওয়া হয়েছে সেগুলো যাচাই করতে অনেক সময় লাগবে বলে জানান তিনি। জাহাজ ভাঙার পরে এসে কেন ভ্যাট ধরা হচ্ছে সে বিষয়ে জানতে বুধবার বিকেলে ওই কর্মকর্তাকে আবারও কল দিলেও কোনো সাড়া মেলেনি।
জাহাজ ভাঙায় বিশ্বে সবার শীর্ষে বাংলাদেশের অবস্থান। ২০১৯ সালে বিশ্বের অর্ধেকের বেশি জাহাজ ভাঙা হয় এখানে। এ বাজারে বাংলাদেশের পরে রয়েছে ভারত ও তুরস্ক।
মন্তব্য করুন