- সারাদেশ
- খুলনার সব রাজনৈতিক হত্যাকাণ্ডের পুনর্বিচার চান খালেক
খুলনার সব রাজনৈতিক হত্যাকাণ্ডের পুনর্বিচার চান খালেক

তালুকদার আবদুল খালেক। ছবি: ফাইল
আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম এ রব, মহানগর সভাপতি মঞ্জুরুল ইমাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইকবাল বিথারসহ খুলনার সব রাজনৈতিক হত্যাকাণ্ডের পুনর্বিচার চাইলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
বুধবার শহীদ এস এম এ রব চত্বরের উদ্বোধন উপলক্ষে শহীদ এস এম এ রব স্মৃতি পরিষদের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে তিনি এ দাবি জানান।
মেয়র খালেক বলেন, খুলনার কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। খুলনাবাসী এসব হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চায়।
আওয়ামী লীগ নেতা রবের স্মৃতিচারণ করে তিনি বলেন, এস এম এ রব ছিলেন সব দল-মত, শ্রেণি-পেশার মানুষের আস্থাভাজন উদার মনের কর্মীবান্ধব নেতা। তার হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে পরবর্তী রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো সংগঠিত হতো না।
সমাবেশে বক্তৃতা করেন সাবেক এমপি আবদুল গফফার বিশ্বাস, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, রবপুত্র এস এম আরিফুর রহমান মিঠু প্রমুখ।
মন্তব্য করুন