চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, মোবাইল ফোন ও ডিভাইস উদ্ধার করা হয়।

আটক পাঁচজন হলো- মো. পারভেজ, মো. ইয়াছিন সাম্মি, মো. আরিফুল মোস্তাফা, রায়হানুল আলম শুভ এবং হৃদয় ইসলাম রাজু। এদের মধ্যে মো. ইয়াছিন চট্টগ্রাম নগরের বায়েজিদ শেরশাহ কলোনি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে, রায়হানুল বায়েজিদ শেরশাহ কলোনির মাহাবুব আলম রিপনের ছেলে, মো. আরিফুল চট্টগ্রামের বাঁশখালী থানার প্রেমাশিয়া এলাকার মো. মহিউদ্দিনের ছেলে, মো. পারভেজ নোয়াখালী জেলার সুধারাম থানার আটেশপুর এলাকার মৃত হাফিজ উল্লাহর ছেলে এবং হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বায়েজিদ থানার অপিজেন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক সবাই কিশোর গ্যাংয়ের সাথে সক্রিয়। তারা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আটকদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।