- সারাদেশ
- ভৈরবে ১৪ দিনের শিশু মৃত্যুর রহস্য উন্মোচন
ভৈরবে ১৪ দিনের শিশু মৃত্যুর রহস্য উন্মোচন

ভৈরবের আলোচিত ১৪ দিনের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। ঘটনার দিন শিশুটির মা সাকিলা বেগম সন্তানটিকে গোসল করাতে গিয়ে অসাবধানতায় হঠাৎ হাত থেকে শিশুটি পানিভর্তি বালতিতে পরে যায়। পরে তৎক্ষণাৎ মা শিশুটিকে পানি থেকে তুলে নিয়ে দেখতে পান শিশুটির প্রাণ নেই। এসময় বাসার কেউ কাছে ছিলনা। তারপর স্বামী ও শাশুড়ির ভয়ে মা শিশুটিকে বালতির পানিতে রেখে রুমে চলে যান। পরে মা সাকিলা নাটক সাজিয়ে বলেন, আমি সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়েছিলাম। ঘুমন্ত অবস্থায় কে বা কারা আমার সন্তানকে কোল থেকে নিয়ে বালতির পানিতে ফেলে দেয়। পরে নাটক সাজিয়ে স্বামী শাশুড়িকে এই মিথ্যা কথা বলা হয়।
মঙ্গলবার রাতে পুলিশের কাছে শিশুটির মা এভাবেই ঘটনাটির বিবরণ দিয়েছে। ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার দুপুরে ভৈরব শহরের কালিপুর এলাকায়।
শিশুটির মায়ের নাম সাকিলা বেগম ও বাবার নাম ইদ্রিছ মিয়া। বাবা পেশায় টিভি মেকানিক। শিশুটির বয়স ১৪ দিন। ঘটনার দিন শিশুটিকে বালতির পানিতে পাওয়া যায়। পরে বিষয়টি প্রচার করা হয়, ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটিকে কে বা কারা নিয়ে বালতির পানিতে ফেলে হত্যা করে। তারপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্ত করে এবং এদিনই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘটনার ৫ দিন পর
মঙ্গলবার রাতে শিশুটির মা- বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। এসময়
শিশুটির বাবা ইদ্রিছ মিয়া বলেন, স্যার আমার স্ত্রীর ভুলের কারণে আমার
সন্তান মারা গেছে। সে ভয়ে এদিন সত্য কথা বলেনি। পরে সে আমাকে জানায়
শিশুটিকে গোসল করানোর সময় অসাবধানতাবশত বালতির পানিতে পরে গিয়ে তার মৃত্যু
হয়। শিশুটির লাশ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে
বলে তিনি জানান।
মন্তব্য করুন