- সারাদেশ
- জেসিপিএসসিতে রোবটিক্স ওয়ার্কশপ
জেসিপিএসসিতে রোবটিক্স ওয়ার্কশপ

'রোবো সাস্টে'র উদ্যোগে জেসিপিএসসি রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় - সমকাল
সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেসিপিএসসির শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তা ও সৃষ্টিশীল কর্ম হাতে-কলমে দেখাতে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তরুণ উদ্ভাবকদের সংগঠন 'রোবো সাস্টে'র উদ্যোগে স্কুল রোবট প্রোগ্রামের আওতায় এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোবট কী, কেন এবং কীভাবে কাজ করে- প্রেজেন্টেশনের মাধ্যমে তার ডেমো দেখানো হয়। এ সময় রোবো সাস্টের প্রকৌশলীদের উপস্থাপনায় রোবটের বিভিন্ন প্রজেক্ট ও রিবো (RIBO) রোবট প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সিনিয়র শিক্ষক সরকার হেলাল উদ্দিন এবং সদস্য সহকারী শিক্ষক মোস্তফা আহমেদ ও রবিন আচার্য। প্রধান অতিথি জেসিপিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ, এসপিসি, এএফডব্লিউসি, পিএসসি।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, 'বর্তমান বিশ্বে মানুষের সৃজনশীল চিন্তার সঙ্গী হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। এসব রোবট নির্দিষ্ট সময়ে মানুষের চেয়েও বেশি কাজ করতে পারে। তাই রোবটের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোবট তৈরি একটি সৃষ্টিশীল কাজ হলেও, এটি পেশা হিসেবে নেওয়া যেতে পারে।
অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান বলেন, 'প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান আহরণ করতে হবে। বর্তমানে শিল্প-কারখানা, খনি, গবেষণাগার, দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থানে রোবট ব্যবহার করা হচ্ছে। এমনকি সামরিক কাজেও স্বয়ংক্রিয় রোবট দিয়ে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে। রোবটের চাহিদা বহুবিধ ও বহুমাত্রিক।
অনুষ্ঠানে জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি, উপাধ্যক্ষ আরিফ সেলিম রেজা, রোবো সাস্টের প্রকৌশলী মো. হাসানুজ্জামান চৌধুরী জয়, সাদিয়া নওরিন মিথিলা, প্রমিত দে, আফিফ হাসান, অম্বয় রঞ্জন তালুকদার, অর্ণব পাল, মোয়াজ মোহাম্মদ আব্দুল করিম, নাইনাই রাখাইন, সুরাইয়া তাসনুর তানহা, পুলক ভূইয়া, রাজিন কবির, অনিমেষ সাহা দিব্য,বখতিয়ার আলম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন