বৃষ্টি ও কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল হয়েছে। এতে উভয় পাড়ে প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

সোমবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে নেমে আসা কুয়াশা। এতে বেলা ১১টা পর্যন্ত ফেরি চলাচল ব্যাহত হয়। দুপুরের পর থেকে আবহাওয়া অনুকূল হলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

শরিয়তপুরের জাজিরা উপজেলার সায়মা আক্তার বলেন, অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে এসেছি বাংলাবাজার ফেরিঘাটে। ঘাটে শত শত যানবাহন। ফেরি ঘাটে ভিড়লেই গাড়ি ওঠার প্রতিযোগিতা শুরু হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটে ম্যানেজার সালাউদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই নৌরুটে বর্তমানে দুইটি রো রো ও দুটি কে টাইপ ফেরি চলাচল করছে।