অবশেষে জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের পোষা বিড়ালটি পাওয়া গেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর থানার পুকুরপাড় থেকে বিড়ালটিকে তাকে ধরে আনা হয়।

‘লিও’ নামে পোষা বিড়ালটিকে ধরার সময় রতন রায় নামে এক যুবক আহত হয়েছেন। তার হাতে কামড় দেয় বিড়ালটি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের রনধীর রায়ের ছেলে। বিড়ালটি বর্তমানে তার বাড়িতেই একটি খাঁচার ভেতরে আছে।

ইতোমধ্যে বিড়ালটির ছবি জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের কাছে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিড়ালের ছবি দেখে তিনি নিশ্চিত করেছেন, এটিই তার আদরের লিও।

পোষা বিড়াল লিওকে নিয়ে জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। লিও হারিয়ে যাওয়ার আগের ছবি।

এর আগে গত শুক্রবার তাহিরপুরে হারিয়ে যাওয়া পোষা বিড়ালটির সন্ধান চেয়ে অটোরিকশা দিয়ে মাইকিং করা হয়। মাইকে পোষা বিড়াল লিওর ডাক ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের রেকর্ড করা কথাও শুনানো হয়। যেন বিড়ালটি পেতে সহজ হয়।

এ থেকেই বিড়ালটিকে হন্যে হয়ে খুঁজছিলেন রতন রায়।  এ বিষয়ে রতন সমকালকে বলেন, একজন বিদেশি নাগরিকের আদরের বিড়ালটিকে ধরতে পারায় খুবই ভালো লাগছে। তিনি এলাকায় এলে বিড়ালটিকে তার কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান রতন।

>> পোষা বিড়ালের সন্ধানে জার্মান নারীর মাইকিং তাহিরপুরে