- সারাদেশ
- হাসান আজিজুল হককে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা
হাসান আজিজুল হককে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনারে রাখা হাসান আজিজুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। এসময় তার সঙ্গে জেলা প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আব্দুল জলিল সমকালকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে শেষ শ্রদ্ধা জানিয়েছি। তার প্রস্থান গোটা জাতির জন্যই দুঃখের।
রাবি শহীদ মিনারে দুপুর ১টা পর্যন্ত হাসান আজিজুল হকের মরদেহ রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে তাকে দাফন করা হবে।
সোমবার রাত সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাউজিং সোসাইটির (বিহাস) নিজ বাসভবন উজানে বার্ধক্যজনিত কারণে মারা যান অধ্যাপক হাসান আজিজুল হক।
মন্তব্য করুন