- সারাদেশ
- ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

বিদুৎস্পর্শে মারা যাওয়া বাবা- ছেলের স্বজনদের আহাজারি
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন একই গ্রামের আইনউদ্দিন মিয়া (৬৫) এবং তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইন উদ্দিন কৃষি কাজ করতেন। আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান,সোমবার আনোয়ার হোসেন নতুন ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন। রাতে তার বাড়িতেই যানটি চার্জ দিয়ে রাখেন। পরে ভোর চারটার দিকে অটোরিকশার চার্জ খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎতায়িত হন। ছেলের চিৎকার শুনে আইন উদ্দিন তাকে বাঁচাতে গেলেও তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় আনোয়ার হোসেনের মা গিয়ে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেন। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন