- সারাদেশ
- ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ চলাচল শুরু
ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ চলাচল শুরু

মঙ্গলবার সকালে লক্ষ্ণীপুর মজুচৌধুরীর হাট থেকে যাত্রী নিয়ে প্রিন্স অব রাসেল-৩ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো
লক্ষ্মীপুরবাসীর দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হলো লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ সার্ভিস। মঙ্গলবার সকাল ৭ টায় লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট থেকে যাত্রী নিয়ে প্রিন্স অব রাসেল-৩ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে লক্ষ্মীপুরের নৌ যোগাযোগ ব্যবস্থা পূর্ণতা পেল।
এর আগে সোমবার বিকালে বিআইডব্লিউটিএ নৌ ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ফিতা কেটে ঢাকা থেকে লক্ষ্মীপুরে লঞ্চ সার্ভিস প্রিন্স অব রাসেল-৩ উদ্বোধন করেন।
এদিকে লঞ্চ সার্ভিস চালু হওয়ায় লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ একেএম শাহজাহান কামাল,লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকুসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘লঞ্চ চাই বাস্তবায়ন পরিষদ।’
লক্ষ্মীপুর-ঢাকা নৌ রুটে চলাচলরত এমভি প্রিন্স অব রাসেল-৩ এর মালিক জামাল হোসেন জানান,এখন থেকে এমভি প্রিন্স অব রাসেল-৩ প্রতিদিন লক্ষ্মীপুর ঢাকার উদ্দেশে ছাড়বে সকাল ৭ টায়। পরে লঞ্চটি প্রতিদিন দুপুর আড়াইটায় ঢাকার সদরঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাটের উদ্দেশে ছেড়ে আসবে। লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া সাধারণ ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ৮০০ টাকা, ডাবল কেবিন এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
‘লঞ্চ চাই বাস্তবায়ন পরিষদে'র আহবায়ক আইনজীবী মো. আব্দুস সাত্তার পালোয়ান জানান, লক্ষ্মীপুর- ঢাকা লঞ্চ সার্ভিস চালু দাবি তাদের প্রাণের দাবি। তাদের দাবি পূরণ করেছে আওয়ামী লীগ সরকার। যার কারণে লক্ষ্মীপুর থেকে স্বাচ্ছন্দ্যে ঢাকায় যেতে পারবে মানুষ।
স্থানীয় চররমনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল জানান,এ লঞ্চের মাধ্যমে শুধু যাত্রী সাধারণের চলাচলই নয়। এখানকার উৎপাদিত পণ্য,মেঘনার মাছ এগুলো নিয়মিত রাজধানীতে চলে যাবে। এছাড়া রাজধানীতে থেকে পণ্য ও যাত্রীরা লক্ষ্মীপুরে চলে আসবে সহজে। এ সুযোগ চালু হয়েছে শেখ হাসিনার উপহার লঞ্চ চলাচলের মধ্য দিয়ে।
লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু ক্ষুদে বার্ত্রায় জানান, লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ সার্ভিস চালু হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো। এতে লক্ষ্মীপুর বাসী উপকৃত হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু জানান,লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট হাট থেকে লঞ্চ যোগে রাজধানীতে যাতায়াতের দাবি ছিল এ অঞ্চলের ১৬ লাখ মানুষের। প্রত্যাশা পূরণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১৪ মার্চ লক্ষ্মীপুর এসে নৌ-বন্দর নির্মাণ প্রকল্পসহ বেশ কিছু কাজের উদ্বোধন করে মজুচৌধুরীর হাটকে নৌ-বন্দর উপহার দিয়ে ছিলেন। লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট মেঘনা নদীর চ্যানেলের ২৫ কিলোমিটার নৌপথের খননসহ এখন নৌ চলাচলের মধ্য দিয়ে মানুষ নিরাপদে যাতায়াতের সুযোগ পাবে।
মন্তব্য করুন