চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফকির আহম্মদ (৬২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পানি খাওয়ার সময় হঠাৎ বুকের ব্যাথায় আক্রান্ত হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ফকির আহম্মদকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ফকির আহম্মদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়ার মৃত গণি আহম্মেদের ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হাজতি আসামি ফকির আহম্মদ (নম্বর-১৭০৯৫/২১) সকালে ঘুম থেকে উঠার পর ওয়ার্ডে পানি পান করছিলেন। সেই সময় হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে তিনি বুকে হাত দিয়ে চেপে ধরে বসে পড়েন। সাথে সাথেই তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হাটহাজারী থানার মামলা নম্বর ৩১(১০)২১ ও জি আর নম্বর ৪১১/২১, মামলায় আদালত কারাগারে বন্দি ছিলেন। গত ১৮ অক্টোবর কারাগারে পাঠানোর পর তাকে মেঘনা ভবনের তিন নম্বর ওয়ার্ডে ছিলেন বলে জানান জেলার তারিকুল।

বিএনপি নেতা ফকির আহম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মাদক মাহবুবুর রহমান শামীম। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, তার মতো রাজনীতিবিদের মৃত্যুতে বিএনপি একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারাল। তিনি ফকির আহম্মদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।