পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মিল্টন হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৩টা ২ মিনিটে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এ দুর্ঘটনা ঘটে।  

মিল্টন হোসেন জনতা ব্যাংক পাবনা শাখার এডি অফিসের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার ছাতিয়ানী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাইপাস স্টেশন মাস্টার প্রহলাদ বিশ্বাস সমকালকে জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন প্লাটফর্ম থেকে মিল্টনের মরদেহ উদ্ধার করা হয়। তার পকেটে একটি কাগজ থেকে তার পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ সনাক্ত করে।  

প্রহলাদ বিশ্বাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। মিল্টন ছিলেন ওই ট্রেনের যাত্রী। ট্রেনটি রাত ৩টা ২ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় তিনি চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে নামার চেষ্টা করতে গিয়ে পা ফসকে রেললাইন উপর ছিটকে ট্রেনে কাটা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পাবনা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।