- সারাদেশ
- ছাত্রাবাসের বারান্দায় শিক্ষার্থীরা দাঁড়াতেই মেঝে ধসে যায়, আহত ৮
ছাত্রাবাসের বারান্দায় শিক্ষার্থীরা দাঁড়াতেই মেঝে ধসে যায়, আহত ৮

ছাত্রাবাসের ধসে যাওয়া মেঝের চিত্র।
পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের মেঝে ধসে আট শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে প্রথম বর্ষের চার শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাত্রাবাসে ফিরে গেছেন। অন্য চার শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান মীর, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের সৈয়দ আতিক ও প্রথম বর্ষের মামুন এবং ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের বাপ্পী।
খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। বর্তমানে ওই ছাত্রাবাসের শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছেন। তিন তলা ছাত্রাবাস ভবনটি ২০০৮ সালে নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
আহতসহ শিক্ষার্থীরা জানায়, ছাত্রাবাসের রুম বণ্টন নিয়ে রাত ১১টার দিকে ওই ভবনের নিচ তলার ১০৮ নম্বর কক্ষে বৈঠকে বসেন ছাত্ররা। বৈঠক শেষে ৩০ থেকে ৩৫ জন ছাত্র বারান্দায় বের হন। এ সময় হঠাৎ ১০৬, ১০৭ ও ১০৮ নম্বর রুমের সামনের মেঝে ধসে প্রায় ৫ থেকে ৬ ফুট গভীরতার সৃষ্টি হয়। এ সময় অধিকাংশ শিক্ষার্থী নিচে পড়ে যায়। এতে আট শিক্ষার্থী আহত হয়। নিচে পড়ে যাওয়া শিক্ষার্থীদের চিৎকার শোনে অন্যরা এগিয়ে এসে উদ্ধার করে।
ছাত্রাবাসের শিক্ষার্থীদের অভিযোগ, মেঝে ঢালাইয়ের সময় রড ব্যবহার করা হয়নি। নিম্নমানের কাজ হওয়ায় কলেজের মাঠ ভরাটকালে পানির স্রোতে ভবনের মেঝের নিচের মাটি সরে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে ওই ছাত্রাবাসের সহকারী সুপার মো. শামীম হোসেন খান জানান, ড্রেজার মেশিনের মাধ্যমে কলেজের মাঠ বালু দিয়ে ভরাট করা হচ্ছে। বালুতে থাকা পানির তোড়ে ছাত্রাবাসের মেঝের নিচের মাটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছাত্রাবাসের মেঝের নিচে রড ব্যবহার না করে শুধু ঢালাই দেওয়ায় এমনটি হতে পারে।
মন্তব্য করুন