- সারাদেশ
- ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংকার ও ব্যবসায়ীর বিচার শুরু
৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংকার ও ব্যবসায়ীর বিচার শুরু

চট্টগ্রামে যমুনা ব্যাংকের ৭২ কোটি টাকা আত্মসাতের দুর্নীতি যমুনা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুরুল আহসান চৌধুরী ও ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরীর বিচার শুরু করেছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) ইসমাইল চৌধুরীর আদালত অভিযোগ গঠন করে এ আদেশ দেন।
দুদক পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ সমকালকে বলেন, ‘যমুনা ব্যাংকের ৭২ কোটি টাকা আত্মসাতে দুই আসামি ব্যাংকার মনজুরুল আহসান চৌধুরী ও ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মামলার পরবর্তী তারিখ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। নিয়মিত বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা আদালতে মামলাটির বিচার শুরু হল আজ মঙ্গলবার।’
আদালত সূত্রে জানা গেছে, ব্যাংকের মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সাঈদ ফুড লিমিটেড কোম্পানীর নামে তিন দফায় যমুনা ব্যাংকের ৭১ কোটি ৯২ লাখ ৩ হাজার ১১৬ টাকা ঋণের নামে সাঈদ ফুডের মালিক আবু সাঈদ চৌধুরী ও ব্যাংক ম্যানেজার মনজুরুল আহসান চৌধুরী পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার তদন্ত করে সত্যতা পায় দুদক। ২০১৭ সালের ৩০ জুলাইয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করে দুদক।
মন্তব্য করুন