- সারাদেশ
- মোংলা বন্দরে বাল্কহেডডুবি: দুজনের মরদেহ উদ্ধার
মোংলা বন্দরে বাল্কহেডডুবি: দুজনের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদের হারবাড়িয়া এলাকায় এমবি ফারদিন নামে কয়লাবোঝাই একটি বাল্কহেডডুবির ঘটনায় নিখোঁজ দুই কর্মচারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টায় বাল্কহেডডুবির ঘটনায় সুকানি মো. মহিউদ্দিন, গ্রিজার নূর আলম ও স্টাফ মো. রবিউল ইসলাম নিখোঁজ ছিলেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে মহিউদ্দিন ও নূর আলমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
সোমবার বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ৯ নাম্বারে অবস্থানরত বিদেশী জাহাজ এমভি এলিনা বি -১ থেকে কয়লা বোঝাই করে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফারদিন-১ নামক বাল্কহেডটি। বন্দর ত্যাগ করার সময় বিদেশি বানিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কের সঙ্গে ধাক্কা লেগে ফারদিন বাল্কহেডটি ডুবে যায়।
এসময় বাল্কহেডে থাকা৭ কর্মচারী নদীতে পড়ে যান। এসময় সাঁতরিয়ে কুলে উঠতে সক্ষম হন বাল্কহেড কর্মচারী রিয়াজ ও রায়হান।
মন্তব্য করুন