- সারাদেশ
- চট্টগ্রামে বাগদাদ গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে আটকাদেশ
ঋণখেলাপি মামলা
চট্টগ্রামে বাগদাদ গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে আটকাদেশ

চট্টগ্রামে বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরের বিরুদ্ধে ১৫ মাসের আটকাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। ঋণখেলাপি মামলায় তিনটি ব্যাংকের আবেদনের ওপর শুনানি শেষে এই আটকাদেশ দেওয়া হয় বলে জানান আদালতের সেরেস্তাদার মোহাম্মদ মুক্তাদির মাওলা।
অ্যাডভোকেট নাঈম ভূঁইয়া বলেন, 'সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক ও ইবিএল ব্যাংকের পক্ষ থেকে পাঁচ মাস করে ১৫ মাস বাগদাদ গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ চাওয়া হয়। অর্থঋণ আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেছেন। ব্যবসায়ী ফেরদৌস এখন কারাগারে আছেন।'
আদালত সূত্রে জানা গেছে, ফেরদৌস খান কারাগারে যাওয়ার পর ব্যাংক এশিয়া এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও তাদের মামলায় আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করেছে।
বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌসকে গত ৩ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। সিটি ব্যাংকের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এর আগে ২০১৯ সালের ১৯ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয় বাগদাদ গ্রুপের কর্ণধার ও ফেরদৌস খানের স্ত্রী মেহেরুন নেছাকে। পরে তাকে চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা ও ঋণখেলাপির মামলা আছে।
মন্তব্য করুন