- সারাদেশ
- ইউপি নির্বাচন: উল্লাপাড়ায় এক প্রার্থীকে আরেক প্রার্থীর ‘হুমকি’
ইউপি নির্বাচন: উল্লাপাড়ায় এক প্রার্থীকে আরেক প্রার্থীর ‘হুমকি’

বাঙ্গালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সোহেল রানা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেফায়েত উল্লাহ। সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে প্রতিপক্ষকে নির্বাচন থেকে সরিয়ে দিতে হুমকি প্রদর্শনের অভিযোগ এসেছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সোহেল রানা আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তার প্রতিপক্ষ বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ; যিনি ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
কেফায়েত উল্লাহ অভিযোগ করেছেন, ‘নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ওই ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা আমার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছেন। একইসঙ্গে আমার মেয়ের স্কুলের চাকরিটাও খেয়ে ফেলবে।’
সম্প্রতি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।
সেই অভিযোগপত্রে তিনি লিখেছেন, আসন্ন ইউপি নির্বাচনে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা চালাতে গেলে বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও তার সমর্থকরা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন ও পেশী শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। ছিঁড়ে ফেলা হচ্ছে তার ঘোড়া মার্কার বিভিন্ন পোষ্টার। এ অবস্থায় তিনি এবং তার কর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কেফায়েত উল্লাহ অবিলম্বে তার নির্বচনী প্রচারণা নিরাপদ করতে এবং ভোটারদের ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টির ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানান।
অভিযুক্ত সোহেল রানা এসব অভিযোগ প্রসঙ্গে সমকালকে বলেন, ‘মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নির্বাচনে নিশ্চিত পরাজয় টের পেয়ে আমার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করতে এবং আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন।’
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, উল্লাপাড়ার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন