- সারাদেশ
- ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি
ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাটি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছেন।
ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন সমকালকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শেরপুর থেকে ফুলপুরগামী দুজন মোটরসাইকেল আরোহী শেরপুরগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিব মিয়া (৩৫) ও আজহারুল ইসলাম সিকদার (৩৬) নিহত হন। তারা দুজনই পৌর এলাকার দিউ গ্রামের বাসিন্দা। সাকিব ওই গ্রামের নাজমুল হক দুলালের ছেলে ও আজহারুল আমজাদ সিকদারের ছেলে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে, আটক করা হয়েছে কাভার্ডভ্যান চালককে।
মন্তব্য করুন