- সারাদেশ
- নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে ঠান্ডু সরদার নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত পলাশ মিনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা পলাশ মিনা তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে প্রতিবেশী ঠান্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে এনে কুপিয়ে হত্যা করে। পরদিন পুলিশ ইতনা বালিকা বিদ্যালয়ের পাশের ক্ষেত থেকে ঠান্ডুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা গোলাপী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।
মন্তব্য করুন